Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনয়কাঠী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

 

 ১. নাম                          :                       বিনয়কাঠী ঊপ-স্বাস্থ্য কেন্দ্র,

২. স্থান                         :                       গ্রাম- বিনয়কাঠী; পোস্ট- বিনয়কাঠী;

                                                         ঝালকাঠী সদর; ঝালকাঠী।

৩. সিটিজেন চার্টার              :

 

ক্র.নং.

নাম

পদবী

শিক্ষাগত যোগ্যতা

চাকুরীতে যোগদান

মোবাইল নং

০১.

ডাঃ ফারহানা

মেডিকেল অফিসার

এম.বি.বি.এস

০১-১২-২০১০

০১৭২৬৩৯৪১০৯

০২

ডাঃ অরবিন্দু হালদার

ঊপ-সহকারী মেডিকেল অফিসার

ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট

১৮-০৮-১৯৮৪

০১৭১৮৫৬৪১৬০

০৩

ফার্মাসিস্ট

পদ শূন্য

 

ফার্মাসিস্ট

পদ শূন্য

০৪

আঃ খালেক

এম.এল.এস.এস

অস্টম শ্রেনী

০১-০৯-১৯৭৭

নাই

 

৪. কি কি সেবা দেয়া হয় :                      

                            ক. পুরুষ, মহিলা ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

                            খ. শিশুদেরকে শ্রেনী বিভাগে ভাগ করে ০-২ মাস এবং ০২ মাস – ০৫ বছর পর্যন্ত এম.আই.আর

                                 চিকিৎসার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

                            গ. মহিলাদের গর্ভবতী হিসেবে চিহ্নিত করা হলে বিনয়কাঠী স্বাস্থ্য ও পরিবার কল্যান

                                কেন্দ্রে চিকিৎসা সেবা ও পরামর্শের জন্য রেফার করা হয়।

                            ঘ. রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা যেমন পেপটিক আলসার, এ.আর.আই,

                                ম্যানলিউটেশন, স্কাবিস, মেন্টাল ডিজেস, কানের প্রদাহ, টনসিল আইটিস, ইউ.টি.আই, কৃমি ইনফেকশন,

                                পোড়া, অপুস্টি ও রক্ত শূন্যতা, এ্যাজমা, ডায়রিয়া, বিভিন্ন ধরনের জ্বর, ফাঙ্গাল ইনফেকশন, জন্ডিস, হাইপার

                                টেনশন সহ আরও অন্যান্য রোগের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনবোধে রোগীকে

                                 উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠী সদর হাঁসপাতালে রেফার করা হয়।

                             ঙ. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

                             চ. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

                             ছ. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন 

                                 ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে।

                             জ. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো

                                  আছে।

                             ঝ. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

                                  চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

                            ঞ. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

                                  নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

৫. খোলার সময়                         :         সকাল ০৮.০০- দুপুর ০২.৩০ মি. পর্যন্ত রোগী দেখা হয়।