Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হজরত দাউদ শাহ্‌ (রঃ) এর মাজার
স্থান
দরগাহবাড়ী, সুগন্ধিয়া।
কিভাবে যাওয়া যায়
বিনয়কাঠী বাজার থেকে পূর্ব দিকে সুগন্ধিয়া হাই স্কুলের সম্মুখ দিয়ে দক্ষিন দিকের ব্রিজ পার হয়ে আনুমানিক ১কি.মি. পাকা রাস্তা পার হয়ে দরগাহবাড়ী। এখানেই হজরত দাউদ শাহ্‌ (রঃ) এর মাজার অবস্থিত।
বিস্তারিত

হজরত দাউদ শাহ্‌ (রঃ) এর মাজার টি আনুমানিক ৩০০ বছরের পুরানো। মহান আল্লাহর ওলী এখানেই ইন্তেকাল করে চিরনিদ্রায় শায়িত আছেন। প্রতি বছর অনেক দর্শনার্থী আসেন মাজার জিয়ারত ও দোয়ার উদ্দেশ্যে। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ০২(দুই) বার ওরশ ও বাৎসরিক মাহফিলের আয়োজন করা হয়। মাজারের পূর্ব-দক্ষিন পাশে একটি বড় দিঘী ও পুরাতন ঘাটলা রয়েছে। মাজার সংলগ্ন একটি মসজিদ ও রয়েছে। মাজারের সম্মুখে পুরাতন গেট ও মাজারের উপর একটি পুরাতন ভবন নির্মিত রয়েছে যা দীর্ঘদিন যাবত পুরাতন বাংলার ঐতিহ্য বহন করে আসছে।